কবি নীলিমা শামীমের কবিতা “হঠাৎ বৃষ্টি ”

285
কবি নীলিমা শামীমের কবিতা “হঠাৎ বৃষ্টি ”

হঠাৎ বৃষ্টি
নীলিমা শামীম

রাত গভীর মিষ্টি হাওয়ায় উড়ছে
ঝির ঝির জোনাক পোঁকারা জ্বলছে,
আকাশে তারারা মিট মিট করছে।
এরি মাঝে এক পশলা বৃষ্টির ফোঁটা কাঁধে
ভালোই লাগছে ভিজতে আজ ছাদে।

সবুজের সমারোহ প্রকৃতি উউচ্ছ্বসিত
বাদল বরিষনে হৃদয় আজ মুখরিত,
তোমার আবির্ভাব হলো যেই ক্ষনে
নিজেকেই হারালাম মুক্ত আলাপনে।

আজানের সুর কর্নে করিল প্রবেশ
বরষার শব্দ নিমিষেই হলো যে শেষ,
সকলের সারিতে আমিও উপবিষ্ট
সুমধুর সুমহ্যন নামাজ হলো সর্বশ্রেষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here