বাংলা সাহিত্যের সারথি কবি-রেবা হাবিবের কবিতা “১২ই ফেব্রুয়ারি”

208
বাংলা সাহিত্যের সারথি কবি-রেবা হাবিবের কবিতা“১২ই ফেব্রুয়ারি”

১২ই ফেব্রুয়ারি
………….
(রেবা হাবিব)
…………..
তোমার মনে আছে ১২ই ফেব্রুয়ারি দিনের কথা? বিকেলের কথা?
অথচ দেখা করার কথা ছিল ১৪ই ফেব্রুয়ারি!
বড্ড অস্থির ,নাছোড়বান্দা মানুষ তুমি!
দেখা করার উছিলায়
অজানায় হারানোর উদ্দেশ্যে দুপুরের শীত শীত অনুভবে লাল হলুদ রঙের ড্রেস ,সাথে ম্যাচিং
লাল শাল গায়ে জড়িয়ে, তপ্ত দুপুরে ঠায় দাঁড়িয়ে ছিলাম টিএসসিতে।
কপাল মন্দ! তুমি এসেছিলে ছুটতে ছুটতে সন্ধ্যা নাগাদ!
অজুহাত একটাই রাস্তায় জ্যাম।
দুইজন দুইজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ছিলাম!
আমিই প্রথম প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম
কি চাও তুমি?
ভালোবাসো আমাকে?
তুমিও অবাক চোখে জানালে
“”কি মায়া তোমার চোখে “?
কি শান্ত দুটি চোখ ,বিদ্ধ করে দগ্ধ করে হৃদয়।
অজানায় হারানো আর হলোনা, হারালাম তোমাতেই!
এরপর কেটেছে কিছুদিন বাঁধভাঙা যৌবনের উল্লাসে।
অজানা কারণে ছিটকে পড়ে ভালোবাসা!
দুইজন দুইজন কে ভালোবেসেছিলাম কিনা জানিনা!
কিন্তু দীর্ঘ চার মাস পরে প্রতিদিন আজও আমি
পা রাখি ঘরের বাহিরে!
তপ্ত দুপুরে সেই অজানায় হারাতে ঘর থেকে বের হই।
তুমি নেই, বিষন্ন সন্ধ্যায় আর কোনদিন আসোনি,
ঝরা পাতাদের গান শুনতে!
তুমি হয়তো জানোনা!
ঘর আমাকে প্রতিনিয়ত টেনে নিয়ে যায়
স্মৃতির আঙিনায়!
বছর ঘুরে আসবে আবার ১২ ফেব্রুয়ারি, নয়তো ১৪,,
অথচ তুমি নেই! ফিরবে না সেই পথে!
প্রশ্ন করিনি, উত্তর চাইনি
বিষন্ন রাজপথ ,বিমুখ সময় ,ঝড়ো মেঘ, ছাই-বালি রাস্তায় গড়াগড়ি, খেয়েছে শুধু ভগ্ন হৃদয়!
বিষন্নতায় পুড়ছে শুধু
১৪ ফেব্রুয়ারি!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here