কলমযোদ্ধা হামিদা পারভিন শম্পার একটু ব্যতিক্রমধর্মী লিখা কবিতা “স্বপ্ন চূর্ণে নাগ ”

454
কলমযোদ্ধা হামিদা পারভিন শম্পার একটু ব্যতিক্রমধর্মী লিখা কবিতা “স্বপ্ন চূর্ণে নাগ ”

”স্বপ্ন চূর্ণে নাগ”

 হামিদা পারভিন শম্পা
♥♥♥♥♥♥♥♥
স্বপ্নের বাগানে আমার
নাগ করেছে বাস,
তছনছ করেও সবটা
তার মিটিলোনা আশ।

অহির ভরসায় আমি
বাধঁলাম সুখের নীড়
ছিন্নভিন্ন হল বাগান যেখানে
স্বপ্নরা করেছিল ভীর।

অহিকে ছুড়ে ফেললাম ঐ
বর্ষার কালো জলে,
সুখের বাগানে ঢোকেনা যেন
সর্প কোন ছলে।

এখন আমার স্বপ্নগুলো
শরৎ মেঘে ভাসে,
হাওয়ার দোলায় ফুলগুলো
যেমনি করে হাসে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here