সাংবাদিক-সমাজের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন জনাব আব্দুস শহীদের স্মরণে “স্বাস্থ্যবিধিই প্রতিকার” লিখেছেন কলমযোদ্ধা -মন্ডল জিয়াউর রহমান

368
সাংবাদিক-সমাজের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন জনাব আব্দুস শহীদের স্মরণে

“অতিসম্প্রতি করোনায় (কভিড -১৯) মৃত্যুবরণকারি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি,স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক-সমাজের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন জনাব আব্দুস শহীদের স্মরণে লেখা ”

           স্বাস্থ্যবিধিই প্রতিকার

                                        মন্ডল জিয়াউর রহমান

এ কেমন পাখি ? নখ নাই,দাঁত নাই
বিশ্বগ্রামে হঠাৎ এসেই হয়ে উঠেছে,
সে ভয়ংকর, নি:শব্দক বাঁকা
হাসির, মরণঘাতক এক ব্যাধি !
মৃত্যু অমোঘ,তাই জন্মের এত খুঁশি
অসুখ-বিশুখে অকাল মরণ ?
তাও জানি,শৈশবে দেখেছি
বানু চাচার ছটফটানি,পরে লাশ!
শুনেছি,তাঁর শরীরে বাসা বেধেছিল
জটিল এক রোগ,যে রোগ হয়
নাকি ধূমপানে,অথচ ছিলেন তিনি,
অধূমপায়ি,নিয়ম-মানায় কঠোর।
বিধির কী অদভূত বিধান! মারা
গেলেন,বানু-চাচা সেই রোগে,যার
নাম ঘাতক ক্যান্সার,অনেক চেষ্টায়
এ রোগে এখন কমেছেও মৃত্যু-হার।
অতীতে কোনো কোনো কবি তাঁর
কবিতায়,‘ছন্দ-বদ্ধ’ করেছেন
‘মরতে হলে,মরবো,যদি হয় ক্যন্সার
এখন কী বলবেন ? না থাকবেন,নীরবে!
বদলেছে সময়,এসেছে এক ভাইরাস
ক্রর হাসির নভেল করোনা তার নাম,
বিশ্বে পরিচিত সে, কভিড-১৯ নামে
ইথারে ভাসছে,নানা-শব্দ,তার কামে!
এই করোনা নিয়েছে প্রাণ,সকলের প্রিয়
শহীদ ভাইয়ের ; এসেছে সময় সতর্কতার,
অধীক সজাগতার,বলছে সরকার বাঁচার
জন্যই মানতে হবে, স্বাস্থ্যবিধি সবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here