সুখের বিজ্ঞাপন
আনজানা ডালিয়া
ও মেয়ে তুই স্তব্ধতায় গুটিয়ে কেন?
ক্যানভাস জুড়ে এতো নীল,কেন গো?
ভাবছি শুধু…..
কি?
একালের কাছে সেকাল হেরে গেছে,
শিরি,লাইলীর কাছে আনুশকারা হেরে যাচ্ছে,
বিবেক বন্দী লালসার কাছে
ত্যাগে নয় ভোগেই এখন সুখের বিজ্ঞাপন।
তবে কি পৃথিবী ভাঙ্গনের লাইনে দাড়িয়ে ?
নাহয় কেন এতো বিষাদের প্রতিমা নিত্যি ঘুরে।