প্রশ্ন
———
মৌসুমী কর
একটা শান্ত দুপুর অথবা
শ্রাবণ গোধূলির দিব্যি,
যখনই কোন পলাতক বসন্ত
তার ফেরারি পরিচয় নিয়ে সামনে আসে
সেই নাম গোত্রহীন বসন্ত
বুঝিয়ে দেয় হারে হারে যে এবার
রিক্ত হৃদয় ধীরে ধীরে
সিক্ত হবার পালা……..
ভোরের প্রথম চাঁদ যেমন
দিনের সাথে সাথে
সূর্যের রূপ নেয় ,
তোমার সঙ্গে কাটানো বসন্ত ও
ধীরে ধীরে হয়ে ওঠে
অভিজ্ঞতায় টইটম্বুর ……
কিন্তু সব গল্পেরই একটা শেষ আছে…..
তাই এক একটা ঋদ্ধ শ্রাবণ
যখন এক পা দুপা করে
দূরে চলে যায়
এই স্মৃতিগুলি রোমন্থন করেই
আমি ভালো থাকি।
অন্তর থেকে অনিঃশেষ
এক প্রশ্ন বেড়িয়ে আসে…….
আবার কবে আসবে তুমি ?