দিশেহারা ওরা
সুমিতা বর্ধন
হাড় কাঁপানো শীতে
আগুন জ্বালিয়ে দুহাত সেকে নেয় ওরা।
কিছুক্ষন পরেই আগুন নিভে গিয়ে
পরে থাকে কয়েক মুঠো ছাই।
ফুটপাতের বারান্দায় ছেড়া কম্বল আর নোংরা চাদরে জড়াজড়ি করে ঘুম আসে না ওদের।
শীতের কামড় আর মশার কামড়ে
অনিদ্রায় কাটে কতো রাত।
শীত শেষ হলেই আসে ঝড় জলের উৎসব,
কালবৈশাখী আর ঘূর্ণিঝড়ের তান্ডবে
দিশাহারা ওরা ছুটে বেড়ায় এদিক সেদিক।
দোকানের বারান্দা, ফুটপাত বা প্ল্যাটফর্মে ওরা খুঁজে বেড়ায় নিশ্চিত আশ্রয়।।
কিন্তু, আমি -তুমি রোজের ইচ্ছেপূরনের যুদ্ধে আর –
আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর হয়ে
পড়ি না ওদের জীবন সংগ্রামের ইতিকথা।
তাই তো,বিলাসবহুল জীবনে
আমরা যে অন্ধ ধৃতরাষ্ট্রের বংশধর।