শ্রদ্ধা,ভালোবাসা,বেদনায় বঙ্গবন্ধুকে স্মরণে কলমযোদ্ধা–কে এম সুলাইমান লিখেছেন কবিতা“জাতীর জনক শেখ মুজিব”

464
কে এম সুলাইমান লিখেছেন কবিতা“জাতীর জনক শেখ মুজিব”

জাতীর জনক শেখ মুজিব

                                              কে এম সুলাইমান

বাংলার ইতিহাসে আছে যিনি
হয়ে এক মহানায়ক,
সেতো আর কেহ নয় শেখ মুজিব
বাঙালি জাতির জনক।

১৯২০ সালে ১৭ মার্চ জন্ম তোমার
এই বাংলার বুকে
ভয় তো করোনি কখনো তুমি
জেল-জুলুম শত্রুকে।

তুমি তো কখনো নত করোনি
অন্যায়ের কাছে শির
তোমার জন্য পেয়েছিলাম অধিকান
হয়েছি আজকে বীর।

তোমার গুণে হয়েছো তুমি
বাংলার শ্রেষ্ঠ মানব,
তোমার জন্যই হঠাতে পেরেছিলাম
পশ্চিম পাকিস্তানি দানব।

তুমিতো ছিলে দুঃসময়ে
হাজারো বাঙালির অভিভাবক,
যার জন্য হয়েছো আজ
বাঙালি জাতির জনক।

তোমার জন্য আমরা পেয়েছি
একটি স্বাধীন দেশ,
এই বাংলার জন্যই তুমি
ঘাতকের বুলেটে হয়েছ শেষ।

দেশের জন্য হয়েছো শহীদ
দিয়েছো সপরিবারে প্রাণ,
ইতিহাস ভুলবেনা তোমায় হে মুজিব
হৃদয়ে থাকবে চির অম্লান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here