চেতনার সৃজনশীল লেখা“স্বাধীন বাতাসে নিশ্বাস নিতে দাও ”লিখেছেন কবি জেসমিন জাহান ।

507
চেতনার সৃজনশীল লেখা “স্বাধীন বাতাসে নিশ্বাস নিতে দাও ”লিখেছেন মানবতার কবি জেসমিন জাহান ।

স্বাধীন বাতাসে নিশ্বাস নিতে দাও

                                            জেসমিন জাহান

তীব্র তেজে জ্বলে উঠেছে দিনমণি
অস্থির বাতাসে হিংস্র অমানবিকতা
জুয়াচুরির কৌশলে ব্যস্ত কুশীলব
নগর-বন্দর পেরিয়ে সীমানা অবধি।
সময়টা বড় অসুস্থ এখন তবু বলি,
তোমাদের যার যা খুশি নিয়ে যাও
আমার একটি আবদার শুধু রাখো
একটি কথা শোনো আজ,আমায় শুধু
স্বাধীন বাতাসে নিশ্বাস নিতে দাও।

এক আকাশ তারা ঝিলমিল রাত
এক সাগর ঝিলিক মুক্তোর ঢেউ
প্রান্তর ছোঁয়া মাঠের সোনার ফসল
সবচাইতে সুন্দর প্রাসাদটা তোমার
বাগানবাড়ির আয়েশি বিলাসিতা
হীরে কিংবা প্লাটিনামের সৌন্দর্য
তাবৎ সম্পত্তি তোমার, আমায় শুধু
স্বাধীন বাতাসে নিশ্বাস নিতে দাও।

শিশুর টলটলে চোখের মতো স্বচ্ছতা,
দূষণমুক্ত নির্মল প্রকৃতি, আরও দেবো
মহামারির বিষাক্ত ছোবলমুক্ত বিশ্ব।
পারমানবিক শক্তির আস্ফালন বন্ধ হবে
ক্ষমতার ঘৃণ্য লড়াই মুখ থুবড়ে পড়বে
অসহ্য ক্ষুধা আর হাহাকারের নিস্তব্ধতা
মুছে যাবে এক নিমিষে; আমায় একটু
স্বাধীন বাতাসে নিশ্বাস নিতে দাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here