“ঈগল হয়ে বেঁচে থাকা ”জীবন ছোঁয়া অসাধারণ কবিতা লিখেছেন কবি মীর জাহান ।

445
কবি মীর জাহান

ঈগল হয়ে বেঁচে থাকা

                                         মীর জাহান

নীল আকাশ, তেপান্তর,
বিস্তৃত সবুজ ডাল,
কালো অমানিশার ঘোর ছেয়ে থাকা
জীবন ফানুস উড়িয়ে
আমি এক ঈগল হয়ে বেঁচে থাকি।

স্তব্ধ কণ্ঠনালীর ফিসফাস
এ আকাশ আমার ,
বাতাস আপনার আপন।
হিজল, তমাল, সেগুন, শাল,
বনে নেই,
ওরা কেবলই সুসজ্জিত হয়ে
ড্রইং রুমের অহংকার আসবাব।

অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড
সমন্বয় করে না আর
কথারা প্রতিধ্বনিত হয়ে আসে ফিরে
শ্রোতা নেই।

ঘাষের কার্পেটের সখ্যতা চাই
পায়ের নিচে মাটি নেই।
আলো নেই,ছায়া নেই
মায়ারা উধাও
আমি তুমি মিলে আমরা নেই।

আমাদের পৃথিবী ক্রমশ বিষাক্ত,
হারানোর ভয়, তীব্র ব্যথা
অতিথি পাখির ভীড়ে
আমি এক ঈগল জীবন।

লেখক পরিচিতিঃ মীর ইসরাত জাহান
পেশা : স্থপতি
সিনিয়র সহ-সভাপতি (বা.সা.প)
কবি ও সংস্কৃতিকর্মী

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here