আজ কবির শুভ জন্মদিন! জন্মদিনের শুভেচ্ছা স্বরূপ লন্ডন প্রবাসী কবি মিনু আহম্মেদ এর লিখা“আপন ভোলা ”প্রকাশিত হল ।

374
জন্মদিনের শুভেচ্ছা স্বরূপ লন্ডন প্রবাসী কবি মিনু আহম্মেদ এর লিখা“আপন ভোলা ”প্রকাশিত হল ।

আপন ভোলা
মিনু আহমেদ।

মেঘারালে সূর্য হাসে আঁধার যাবে কেটে।
জোনাকিরা সন্ধ্যা প্রদীপ জ্বালবে হেঁটে হেঁটে।
ভয় পাবিনে শোন-রে তোরা ভুলে আপন ভেলা।
বিশ্ব আবার নতুন করে খেলবে নতুন খেলা।
বসত হবে হৃদয় জুড়ে লাগবে প্রাণে দোলা।
ভয় পাবিনে শোন-রে তোরা ওরে আপন ভোলা।

মৃত্যু যদি আসে-রে তোর রক্ষা নাহি পাবি।
ক্ষমা চাহি চল-রে সবে মাফ করে সব দাবি।
মেঘারালে সূর্য হাসে আঁধার যাবে কেটে।
জোনাকিরা সন্ধ্যা প্রদীপ জ্বালবে হেঁটে হেঁটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here