শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে কবি ফাতেমা ইসরাত রেখা লিখেছেন অসাধারণ কবিতা “লজ্জাবনত আগস্ট ”

661

লজ্জাবনত আগস্ট

                        ফাতেমা ইসরাত রেখা

আবার এসেছে আগস্ট
অঝোরে কাঁদছে আকাশ, কাঁদছে বুকের শিশুটি খেলা ভুলে
ঘরে ঘরে মেঘ থমথম করে প্রতিটি নিঃশ্বাসে।
দেয়ালের পোস্টারে মুখ লুকিয়ে থাকা টিকটিকিটি
কারণে অকারণে বলে ঠিক ঠিক ঠিক।
রাতের নিস্তব্ধতায় এখনো নিশুতির কান্না গুমরে মরে,
কলঙ্ক যেন মুছে না আর কোন মৃত্যুর রঙে।
পনেরো আগস্ট এলেই নির্বাক হয়ে যায় কলম
নিশ্চল চেতনার সবটুকু কষ্টের অনুভূতি ভোঁতা হয়ে যায়
কি আছে আর বলার কিংবা লেখার !
ঝলমলে চাঁদ মেঘের পালকে মুখ লুকিয়ে কাঁদে লজ্জায়
এই রাতের অন্ধকার তাই বড় অসহ্য লাগে।
সব কিছু জেনেও কতটা বিশ্বাসে জাতির পিতা মেনে নেননি মনে
এই বাংলার কোন সন্তান তাকে হত্যা করতে পারে
পারে তার পুরো বংশধরদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে মেতে উঠতে !
বঙ্গবন্ধু তো কোন শত্রুর ভয়ে ভীত ছিলেন না ,
মৃত্যুকে আলিঙ্গন করেই তো বারবার শত্রুর সাথে করেছেন মোকাবেলা।
আজ তার দেশ স্বাধীন, মুক্ত স্বদেশের মানুষগুলো সব তার আত্মার আত্মীয়।
কার ভয়ে তিনি পাহারা বসাবেন সদর দরজায় কিংবা
পালিয়ে বেড়াবেন বেঁচে থাকার সমোঝোতায়!
তার সে বিশ্বাস মুহূর্তে ভূ-লুণ্ঠিত হলো
বড় নির্মমতায় নিজেকে সমর্পণ করলেন মৃত্যুর কঠিন মিছিলে শোকের,
সাথে করে পুরো পরিবার যারা কাছে ছিলেন
এ যেন হত্যা নয়, বাঙালি জাতির লজ্জা, ভীষণ লজ্জা !
আগস্ট এলেই তাই শোকের সাথে লজ্জায় অবনত হয় মুখ।

কবি ফাতেমা ইসরাত রেখা এর অসাধারণ কবিতা লিখেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here