জাবর কাটা
চন্দ্রা মজুমদার
কালো মেঘেরা যখন নিবিড় ভাবে আঁকড়ে ধরে
নিজেই নিজের মধ্যে হারিয়ে যাই
আগুনের মত জ্বলে উঠতে পারি না
কাল সারারাত বৃষ্টি হয়েছে
থৈ থৈ জল কুঁড়িয়ে নিয়েছে সব আর্বজনা
কাগজের নৌকায় পাঠিয়েছি জাবর কাঁটা সব ছিবড়া
প্লাবিত স্রতোস্বিনী নি:স্ব করে নিয়ে যায়
ফেলে যায় উর্বর শক্তিশালী জমি তাই
বৃষ্টি স্নাত উঠোনে পাই বেঁচে থাকার আশ্বাস।