বৃথা আরতি
সাহানুকা হাসান শিখা
ভেবেছিলাম তোমার জন্য
আসন বাঁধাবো এই কুন্জবনের
ধারে, সবুজ পত্রপল্লবির
ছায়াঘন তলে।
হয় নি বাঁধা,হয় নি সাধা
হারিয়ে গেছে সুর,লয় তাল
তারপরও দুচোখে জল
কত যে বিপত্তি আর বাঁধা।
কি হবে বলো আসন পেতে
একলা পথে যেতে যেতে।
কেউ তো হয় না পথের সাথী
বৃথা সকল আরতি।
জোনাকির মৃদু আলোয়
সাজিয়ে নেই আপন আলয়,
আর নয় কোন নতুন আশা
দুর্গম পথে কেবলই নিরাশা।