আফরোজা ঝুমুর’র কবিতা “বর্ষা ধারায়”

290
আফরোজা ঝুমুর’র কবিতা “বর্ষা ধারায় ”

বর্ষা ধারায়
আফরোজা ঝুমুর

আজ কেন মন মোর চায় যেতে হারিয়ে।
মাঠ, ঘাট প্রান্তর, নদী সব ছাড়িয়ে।
কদম কেয়ার বনে ঝড় ঝড় বৃষ্টি
আকাশেতে নেই আর চাতকের দৃস্টি।

কচি কচি পাতা সব স্নাত হয়ে সারা যে
পাপড়িরা ঝরে পড়ে থেকে থেকে আবেগে।
নতুন জলের ছোঁয়া দিয়ে যায় পরশে
বৃষ্টির রিনিরিনি বেজে ওঠে বাতাসে।

সুবাসিত ফুলগুলো মাতোয়ারা হয় যে
ময়ূর তাই পেখম তুলে নাচে শুধু হরষে।
আজ কোন কাজ নেই তবু ভরা অলসে
ছাই রঙা মখমল পাতা ওই আকাশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here