নারী দিবস উপলক্ষে জীবন বোধের কবি-শারমিন আ- ছেমা সিদ্দিকী লিখেছেন কবিতা “জাগো নারী ”

526
শারমিন আ- ছেমা সিদ্দিকী লিখেছেন কবিতা “জাগো নারী ”

জাগো নারী

শারমিন আ- ছেমা সিদ্দিকী

জাগো নারী জেগে ওঠো
শক্ত করো হাত,
এগিয়ে চলো সামনে তুমি
করো অন্যায়ের প্রতিবাদ।

সহ্য করোনা জুলুম তুমি
হয়েছো নরম বলে,
জিতবেই তুমি চলার পথে
আল্লাহ সহায় হলে।

সত্যের পথে থাকো তুমি
ন্যায়ের পথে চলো,
যতই বিপদ আসুক তোমার
সত্য কথা বলো।

সত্যের জয় সব সময় হয়
রাখবে মনে তুমি,
কী করলে দিবা নিশি
দেখবে অন্তর্যামি।

তোষামোদকারী কখনও না হও
যদিও তুমি সরল,
কিছু লোকের চাটুকারীতায়
আছে শুধু গরল।

দৃঢ় প্রতিজ্ঞ হও নারী
ঘুমিওনা আর,
জেগে ওঠো মনোবলে
তুমি শুধুই তোমার।

হাত দুটো তোমার হবে হাতিয়ার
মাথা হবে আবিষ্কার,
পা হবে তোমার চালিকা শক্তি
মনটাকে রাখো নির্বিকার।

জাগো নারী জাগো
জেগে ওঠো বারবার,
অন্যায়ের প্রতিবাদে তুমি
সদা থাকো সোচ্চার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here