“শেষ কথা শোনা” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কবি বিকাশ চন্দ

715
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিকাশ চন্দ-Kobita-কবিতা-শেষ কথা শোনা
কবি বিকাশ চন্দ

শেষ কথা শোনা

বিকাশ চন্দ

কত দূরে গেলে ছুঁয়ে আসা যাবে বুনো ফুলের বাড়ি
সর্বস্ব ফেলে আসি অন্য কথরা তখন বাক্য হারা,
অচেনা নদী স্রোতের কি দায় কার বা কোথায় পাড়ি
সমস্ত খুইয়েছি যখন তখন গিলে খায় ব্যস্ত পাহারা।

ক্ষত রসে মাটি ভিজে গেলে পীত রঙা বসন্ত হাসে
শিশির সকাল জানে পূজো কথা আজানের মায়া ডাকে,
রক্ত ঘামে মিলেমিশে একাকার সকল শূন্যতা পরিহাসে
তবুও ভেতরের মানুষ বাইরে আড়াল অভিঘাত ঢেকে রাখে।

সকলে তখন বুঝে গেছে দক্ষিণা চায় উঁচু যত মাথা,
প্রার্থনা যত সূর্য রঙ বোঝে মাছি আঁধরা ভোরে
আম জনতার কোলাহল বোঝেনা আদুরে নক্সিকাঁথা
অনেক গভিরে মতলব বাজ ডাকে কেমন নেশার ঘোরে।

গলা পাল্টে অঞ্জলি দেয় তাদের অস্ফুট প্ররোচনায়,
শুধু হাসি মুখ দেখা যায় সবই আনন্দে মাতোয়ারা
মুক্তি খুঁজছে যত শরীর শোষক নিভৃত আলোচনায়
শেষ কথা শোনা জীবনের বোঝা আলোতে আত্মহারা।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here