অপার্থিব চাওয়া
——————————-
শামসুন নাহার
এক অপার্থিব চাওয়ায় ক্রমশ নিমজ্জিত হচ্ছি
দুর থেকে দুরে সরে যাচ্ছি যেন কয়েকশ আলোকবর্ষ দুরে,
তবুও প্রেম ছুঁয়ে ছুঁয়ে যায় কামনা বাসনার উর্ধ্বে
আমি হারিয়ে যাচ্ছি কল্পনার কাছে আসছি সরে সরে।
তোমারও কি তাই!আলোকবর্ষ দুরে দাড়িয়ে দেখছো কি সেই একই প্রতিচ্ছবি?
যা ক্ষীণ থেকে ক্ষীণ অস্পষ্ট এক হলুদাভ রশ্মি,
কাছে যেতে মানা ছুঁতে মানা শুধুই অনুভবে
তবে কি আমি প্রতিশোধ নিচ্ছি?
এক অপার্থিব প্রেম এলো ঘটা করে লালগালিচা বেয়ে
আমি ছুটছি পালিয়ে যাচ্ছি পিছু থেকে আসছে ধেয়ে,
আলোর রশ্মি নিশানা করে হেঁটে চলেছি অনন্ত কালের যাত্রায়
তুমিও থেকো কিন্তু,একই সাথে একই লয় তাল মাত্রায়।
তোমার মরিচা ধরা তানপুরায় সুর তুলো করুণ রাগিণী দিয়ে
আমি তার সুর হয়ে করবো আকুল ঝরবো নিশি দিনে,
আবার বাজবে সুর লহরী নুপুরের নিক্কণ পায়ে পায়ে
আমি নুপুর পরে পায়ে তুলবো যে সুর শুধুই তোমার বীণে।