আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি- হোসনেয়ারা বেগম এর কবিতা “আজ হোক প্রাণের উত্সব”

431
কবি- হোসনেয়ারা বেগম এর কবিতা “আজ হোক প্রাণের উত্সব”

আজ হোক প্রাণের উত্সব

                             —–হোসনেয়ারা বেগম।

স্পর্শেই হৃদয়ের পলল জমীন
ভরে ওঠে যদি শস্যদানার
নব অঙ্কুরোদ্গমে
যদি বাম অলিন্দে দোলে হেমন্তের
হিমেল নি:শ্বাস
রাতজাগাপাখির মতই
জেগে রয় আমাদের বিশ্বাস
বুকের ব্যথা ভারী পাথর
ক্ষয়ে ক্ষয়ে ক্ষীণ ভঙ্গুর
এক সময়
রয়ে যায় শুধু কারণ অকারণে
প্রেমের লীলাভরা সোহাগ
ভালবাসার প্রাণ
ছুঁয়ে যায়
পাহাড়ি সবুজ বন
উপবন .
ছুঁয়ে যায় সমুদ্র
বিশাল বিস্তৃত উপত্যাকা
খরতাপে পোড়া এই মন
ভেজাবে নাহয়
আগামী কোন বর্ষার
মেঘমাল্লার তান.
আজ এই রৌদ্র কমল প্রভাত
শুধুই তোমার আমার
আর নয় হাহাকার
আজ হোক তবে প্রাণের উত্সব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here