কোম্পানীগঞ্জে আজ সকাল-সন্ধ্যা হরতাল

414

দৈনিক আলাপ ওয়েবডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবারও হরতালের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় কাদের মির্জা বসুরহাট পৌরসভা হলরুম থেকে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও গোলাগুলির প্রতিবাদে কোম্পানীগঞ্জে শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জার সমর্থদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী-সমর্থকদের সংঘর্ষে কোম্পানীগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও উভয়পক্ষের অন্তত ৩৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here