এক সমুদ্র প্রেম
জেসমিন জাহান
সোকানি, কোথায় চলেছো অবেলায়
আছে কোথা ঠাঁই সমুদ্রজলে?
সুদূরের ঘণ্টাধ্বনি ভেসে আসে ওই
তারই ছোঁয়া লাগে অন্তর তলে।
ঝড়াপাতা ঝরে গ্যাছে দেউলিয়া শাখা
সোঁদা মাটি বুকে তারে জড়ায় একপ্রাণ
স্মৃতির আরশি মুছে দেয় শিশির কণা
জেগে আছে মূর্তিমান পৃথিবী ম্লান।
অসার সময় চলে ধীর তবুও প্রাণপণ
অন্ধকারে জ্বালায় আশার প্রদীপ
অসীমের পানে ছোটে আসমানী মেঘ
কোথা ঝঞ্ঝাময় সাগর অচেনা দ্বীপ।
তোমার আকাশ ছেয়ে আঁধারিয়া রাত
মাস্তুলে বাঁধা আছে সোনালী স্বপন
নবপল্লবে কূলে জাগে মৌসুমীবেলা
ঊষার আলোয় হেসে উঠবে তপন।
আশা বুকে বেঁচে রবে সেইসব প্রাণ
পরশ পাথর ছুঁয়ে যদি কভু আসে
কোনোদিন প্রাণহীন মানুষের মনে
হৃদয়ের দ্বার খুলে যদি ভালোবাসে!