সমাজ সভ্যতার কবি-রেবা হাবিব এর অনুভূতির কবিতা“স্মৃতি খুঁজে ফেরা ”

518
সমাজ সভ্যতার কবি-রেবা হাবিব এর অনুভূতির কবিতা“স্মৃতি খুঁজে ফেরা ”

স্মৃতি খুঁজে ফেরা

………………………
রেবা হাবিব

জলের নির্জনে স্মৃতি খুঁজি
স্বপ্নের মগ্নতা খুঁজি।
আকাশের মাঝে খুঁজে ফিরি
দুটি গভীর কালো আঁখি!
যার ঠোঁটে থাকতো শুধু ম্লান হাসি।
রোদ চশমার অন্তরালে নিরবে
শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছি
পুরানো দিন, মেঘের আর্তনাদ
স্মৃতির ঝড়, বৃষ্টির তীব্র হাওয়া
তার অবহেলা, পায়ের নীচে কাদামাটির খেলা।
এখনো ডোবেনি বেলা, কিছুটা রোদের ঝিলিক
কিছুটা কুয়াশা।
অতঃপর ছায়ার দাগের মাঝে গল্পরা হলো নিখোঁজ!!
জলের ধর্ম প্রেমের মতোন।
অব্যক্ত বেদনার পিয়ানোর সুর
শূন্যতার দাহ
তুমিহীনা পুরনো বিকেল
কোথায় গন্তব্য জানিনা
হিসেব মিলেনা।
আরও একবার গন্তব্যের সঠিক ঠিকানায়
দাঁড়াবার ইচ্ছে জাগে।
মনটাকে পোড়াতে পোড়াতে এতদূর আসা
তাইতো এখন আর মন খারাপ হয়না।
মন আছে বলেইত এতো মনটাকে পোড়াই!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here