বিচার চাই
মাহমুদা সিমু
হে তনন তুমিকি শুনতে পাচ্ছ?
তোমার জন্য কতো কলম আজ জাগ্রত?
কতো গান, কতো কবিতা তোমায় নিয়ে হচ্ছে রচনা?
তুমি জেনে নিও তুমি না থাকলেও তুমিই করে গেলে,
প্রতিবাদের নতুন কোনো অধ্যায়ের সূচনা।
সামিয়ানার মতো নীল আকাশটা বন্ধুর মতোই আপন,
দূ্রের নীল পাহাড়টা সাক্ষী দেয় স্বাধীনতার।
জলের ক্যানভাসে আঁকতে চায় মন সব সুখকে মুঠে নিয়ে।
জীবনকে দেখতে চায় স্বপ্নের চেয়েও উজ্জ্বল করে,
ছোটো জীবনেও বেঁচে থাকার আশায় স্বপ্ন দেখি আর সুখ খুঁজি।
কিন্তু চারদিকে শুধু এতো লোভ!এতো ব্যথা!এতো যন্ত্রণা !
মাঝেমাঝে জীবনকেই মূল্যহীন মনে হয়!
কি অপরাধ ছিল কবি তনননের!
এ কেমন স্বাধীনতা, কেমন বিবেকবান ?
জাগবে কবে স্বাধীনতা , জাগবে কবে চেতনা ?
এক নির্ভিক সাহসী কলম সৈনিকের এভাবে কেন চলে যাওয়া?
তাইতো চাঁদের বুকেও আজ অস্থিরতা !
তননের আপনজনের ঘুমহীন রাত,অশান্ত সময়যাপন।
নীল রাত্রির গায়ে লিখে দেয় ব্যাথার এপিটাফ।
চোখের জলে অবিরত ভাসছে মায়ের বুক,
একেই তবে বলে কি স্বাধীনতার সুখ ?
হারিয়ে যাচ্ছে কুসুমবন,মাধবীলতার ঘ্রাণ!
হারিয়ে যাচ্ছে রাঙামাটির পথের বাঁক,
হারিয়ে যাচ্ছে দিগন্তেলীন স্বপ্ন!
হারিয়ে যাচ্ছে ডুবন্ত বিকেল,সন্ধ্যারাগের শেষ সূর্য।
আমরা যেন মিশে যাচ্ছি মেঘে ঢাকা তারায় নিরুদ্দেশের গল্পে,
সমাজ ফিরে যাচ্ছে সভ্যতার প্রথম যুগে।
বুকের ক্ষতয় কষ্টদের খেলা।
শুনতে পাচ্ছি আগামী পৃথিবীর কান্না!
জেগে উঠো লাখো কলম,
জেগে উঠো হাজার বিবেক,
প্রতিবাদের ঝড় উঠুক বিচার চাই, বিচার চাই
তনন হত্যার বিচার চাই।