ফাগুনের ছোঁয়া
দিলরুবা বেগম
আমি নিঃসঙ্গ নই !
নিত্য তুমি চুপিসারে ফাগুনের ছোঁয়া
ভালোবাসার রঙে রাঙিয়ে যাও
মনের এই আয়নাতে।
হৃদয়ে শিরায় শিরায় প্রবাহিত হয়
তোমার স্পর্শের অনুভুতি,
আজও আগের মতন করে।
আমি নিঃসঙ্গ নই !
আত্মার অভয়ারণ্যে আছন্ন
আজও কেবলই তুমি !
একটুও বিস্মৃতির স্তরে প্রলেপ লাগেনি
সত্তা জুড়ে তারুণ্যে ভরপুর
তাই তো—–
দেহে মনে আজও ফাগুনের ছোঁয়া।
আমি নিঃসঙ্গ নই !
আজও হৃদয়ে জমিতে বিচরণ
কেবল তোমারই প্রতিচ্ছবি !
রূপকথার রাজ্যে রাজত্বের
কেবলই তোমার বিচরণ, নয় তো ঈর্ষা !
এখানেও বুনন করি ফাগুনের রঙ তোমারই ছোঁয়া।
আহা ! রে এই যাবতকালের
ফেলে আসা মধুরস্মৃতির ধ্বনি মনে পড়ে
পুলকিত হয় সারাক্ষণ,
তোমার দেয়া বিশেষ সময়
আজও সর্বাঙ্গে প্রতি মূহুর্তে ।
আমি নিঃসঙ্গ নই !
বুকের নীরব ঘাতক যন্ত্রণায়
নির্মমতার আবহ সৃষ্টির পরও,
আমি অবলীলায় অট্টহাসিতে
অভিনয় করতে পারি।
আহা – রে !
জীবনের এপিঠে ওপিঠে সেই দিনই
বেঁচে থেকেও নিঃসঙ্গ হবো
তোমার শূন্যতার গ্রাসে,
নিঃশব্দে অশ্রুপাতে বয়ে চলবে নীল নদী,
হয়তো কোন এক ঝরা ফাগুনে।