ওপার বাংলার কবি সোনিয়া ঘোষ এর কবিতা “শান্ত হও”

693
Doinik-Alap-Poem-Kobi-কবি-সোনিয়া-ঘোষ-Kobita-কবিতা-শান্ত হও
কবি সোনিয়া ঘোষ

শান্ত হও

সোনিয়া ঘোষ

শান্ত হও পৃথিবী, এবার একটু শান্ত হও মা।
জানি তোমার বুকে কতো যন্ত্রনা জমা।।

আকাশ থেকে পাতাল, জল থেকে বায়ু করেছি দোষণ।
স্বার্থ্য ফুরাতে নিজেদের তোমায় করেছি শোষণ।।

তোমার বাতাসে মিশিয়েছি কত্তো কালো ধোয়া।
তোমার সন্মুদ্রের বুকে ঢেলেছি কত্তো ইঞ্জিনের তেল।।

নাজানি কত কারখানার আবর্জনা তোমার নদীর চড়ে।
কত বিষ মিশিয়েছি তোমার মৃত্তিকা ভরে।।

কেটেছি সবুজে সাজা তোমার পাহাড়।
গোড়েছি অট্টালিকা বাড়িয়েছি তোমার বুকের ভার।।

ব্যস্ত রাস্তার ট্রেন বাসের শব্ধে কত কাল ঘুমওনি।
বাইয়ুস্তরের ওপারের কালো ধোঁয়া কত দিন সান্স নিতে দেয়নি।।

তোমার বুক চিরে পাতলাও করেছি ধারণ।
তোমার উপর ছুঁড়েছি বোমা বিস্ফোরণ।।

মুখ বুঝে সয়ে গেলে কত অবহেলা।
আজ তুমি দেখছো মৃত্যুর খেলা।।

কিন্তু সন্তানের ভুল মাগো ক্ষমা করো শেষ বার।
নতুন করে গুছিয়ে দেবো তোমার সাজানো সংসার।।

তুমি শান্ত হও পৃথিবী, শান্ত হও মা।
আজ তোমার সন্তানেরা বুঝে গেছে তোমার কত ক্ষত জমা।।

1 COMMENT

  1. ধরনী যত আবর্জনা তার বুকে ধানর করেছে , কিছুটা সময় চাইছে সে জঞ্জাল পরিস্কারে জন্য । বর্ত মান সময়ের পেক্ষাপটে একটি সময়েপিযোগী কবিতা । কাবকে নিরন্তর শুভেচ্ছা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here