অন্যরঙে
ছন্দা দাশ।
অহেতুক কেন এতো ঝাঁজ,
জানালা খুলছি তো বাঁধছি
নিজেকেই আসামি করেও
সমাধান পাইনি।
সহজ পন্থার কথা ডানা ঝাপটিয়ে
ঘাপটি মেরে বসেছে।
আজ সমস্ত আকাশে চঞ্চলতা।
আমার সমস্ত অনুভূতি নিয়ে পালিয়ে
গেছে অজানা কোন সুদূরিকা।
শূন্য মনে কাঙাল হয়ে আছি।
হাতের কাছে বই সাজানো আলোর
মতো।আনমনে চেয়ে থাকি।
ঝাঁজালো আগুনের তাপে পোড়া
গন্ধ নিজেই টের পাচ্ছি। অথচ
তখন বৃষ্টিতে ভেসে যাচ্ছে সমস্ত
চরাচর।