আত্ম চিৎকার
এ এইচ জিহান মৃধা
কেমনে রাখি বন্ধ দু চোখ,
কেমনে রাখি রুদ্ধ কান।
ধর্ষণের বর্ণনায় বিশাদ সিন্ধু হাহা কার।
একের পর এক এসেছে,
রক্ষা কভু নাহি পাই।
বোন বলেছি মা বলেছি,
নর পশুরা শোনে নাই।
পোশাক যদি দোষী হয়,
আইনের কেনো দোষ নয়?
আঙ্কেল ডাকা অবুঝ শিশু,
কেনো আজ ধর্ষণ হয়?
আঙ্কেল আঙ্কেল বলে চিৎকার করে,
রক্ষা কভু নাহি পায়।
পশুর ও আছে মানবতা,
মানুষ কেন নিষ্ঠুর হয়।
মায়ের সামনে মেয়ে ধর্ষণ,
মেয়ের সামনে মা হয়।
বাপের কাছে মেয়ে ধর্ষণ,
পশু বলতে লজ্জা হয়।
আমরা মানুষ হইছি বেহুঁশ,
যৌন লালোসাতে।
দু মিনিটের সুখে বসে,
বিবেক গেলো পিষে।