বধির পৃথিবীর কথা
নিলুফা জামান
আমার এই বেড়ে উঠা, বাড়ন্ত অগ্রসরতা
পৃথিবীর পকেটে ভরে ঘুমিয়ে পড়ি
গভীর নিরবে নিজের বোধকে নখ দিয়ে চিঁড়ে চিঁড়ে
বধির পৃথিবী শরীরে জোড়াতালি লাগাই
আঁধার কেটে কেটে দেখাই আলোর পথ
কখনও মনযোগ দেই এই অন্ধ পৃথিবীর দিকে।
আমার এই বেড়ে উঠা, বাড়ন্ত অগ্রসরতা
পৃথিবীর পকেটে ভরে ঘুমিয়ে পড়ি
গভীর নিরবে নিজের বোধকে নখ দিয়ে চিঁড়ে চিঁড়ে
বধির পৃথিবী শরীরে জোড়াতালি লাগাই
আঁধার কেটে কেটে দেখাই আলোর পথ
কখনও মনযোগ দেই এই অন্ধ পৃথিবীর দিকে।