গতকাল কবি ও লেখক শারমিন সিদ্দিকীর ছেলে চৌধুরী রায়ীদ ইয়াছিন রাঈয়ান এর জন্মদিন ছিল । এমনি দিনে মার কলমের নিবেদন “দুরন্তময় ছেলে”

560
শুভ জন্মদিন রত্ন পাখি

শুভ জন্মদিন রত্ন পাখি 😍😍😍

”দুরন্তময় ছেলে”

                শারমিন আ-ছেমা সিদ্দিকী

তুই যে আমার দূরন্তময়
সেই ছোট্ট ছেলে,
তোকে নিয়েই থাকতাম আমি
সব কিছুই ফেলে।
স্বপ্ন আমার অনেক বড়ো
মস্ত মানুষ হবে,
মনুষত্ব নিয়ে তুই যে
সবার পাশেই রবে।
আমার ভাঙা ঘরের মধ্যখানে
সূর্য হয়ে রবে,
বোন দুটিকে আগলে রেখে
ধন্য হবি তবে।
জীবন যুদ্ধে হার না মানা
হবে অঙ্গীকার,
মানুষের মতো মানুষ হলেই
আমার অহংকার।
দু’হাত তুলে করি দোয়া
ঈমানের সাথে চলবে,
আল্লাহর রহমত থাকবে সর্বদা
ক্বালবে আল্লাহকে ডাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here