অশরীরী প্রাণগুলো
——–আরশ মালিথা
টঙের দোকান থেকে হতাশা ওড়ে।
রাস্তায় পড়ে থাকে ভ্যান গগ!
পোড় খাওয়া গালগুলো খুঁজে ফেরে-
উষ্ণ চুম্বন।
অশরীরী শরীরগুলো ঘোরে বাসস্টপে।
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ভিখিরি মায়ের বুকে।
রোজ কাঁদে ওরা রোজ।
রোজ খুঁজতে থাকে নতুন ভোর!
মিসিসিপি পাড় হয়ে হয়তো ওরা পাবে
নতুন কোনো শহর।
ওদের কষ্ট গুলো-
কবিদের কলমে জ্বালায় আগুন-নিঃশ্বাস।
ওদের জীবনে ভ্যান গগ খুঁজে পাই –
অদ্ভুত আবেগের ক্যানভাস!
সত্যজিৎ এসে উঁকি দেয় ওদের আধ ভাঙ্গা –
হাসিতে!
সাদা কালো ক্যামেরায় ওরা তাকায়-
আদিম কোনো দৃষ্টিতে।
ওদের ওপর কলম ঘোষে কেউ নোবেল পায় সাহিত্যে।
মিথ্যে কষ্ট গায়ে মেখে কেউ মাতে অস্কারে।
ওরা এখনো মায়ের বুকে ঘুমিয়ে পড়ে!
ওরা খোঁজে নতুন ভোর,
হয়তোবা খেয়ে,হয়তোবা না খেয়ে।
ওরা পড়ে থাকে রাস্তায়, বাসস্টপে-
আর রেল লাইনের আধো- আলো জীবনে।