কবি-নূরজাহান শিল্পী এর অনুভূতি,উপলব্ধি ও চিন্তার কবিতা “মূর্খ পাপী”

517
কবি- নূরজাহান শিল্পী এর অনুভূতি, উপলব্ধি ও চিন্তার কবিতা “মূর্খ পাপী”

মূর্খ পাপী
নূরজাহান শিল্পী

হিংসা —
কেনো কাঁটা বিছাও আমার চলার পথে
আমি তো দেইনি ছাই তোমাদের বাড়া ভাতে

নিন্দা —
মুখে- মনে নেই মিল তোমরা আজব মানুষ
প্রতিনিয়ত উড়াও মিথ্যা -নিন্দার অপবাদের ফানুস

বিদ্বেষ–
কেনো অন্যকে পুড়াও বিদ্বেষে মূর্খপাপী জিহ্বার জোরে
তোমাদের ছড়ানো আগুনে শেষে নিজেই মরবে পুড়ে

ঈর্ষা —
মুখে মধু অন্তরে বিষ লুকাও যতনে
ঈর্ষা সাপের ছোবলে মরে নিরীহ স্বজনে

আক্রোশ —
মুখের আড়ালে আবৃত তোমরা মুখোশে
গ্রন্থ – লব্ধ শিক্ষা সব যে মিছে পুড়ছো আক্রোশে

লজ্জাহীন —
এহেন হীনতায় লজ্জা ছাড়া আর কিছুই নাই
রোজ হাশরের বিচারে তোমাদের রক্ষা নাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here