রঙ পাল্টায়
মনীষা কর বাগচী
সমাজ সংসার সম্পর্ক
সব রঙ পাল্টায়
আদল পাল্টায়
প্রেম ভালবাসা দিশা বদলায়…
যাযাবর মন ঘাটে ঘাটে ঠিকানা হারায়!
ফুল ফুটতে না ফুটতে
আসে পাতাঝরার মৌসুম
খালবাকল ঝরে যাওয়ার দৃশ্য
ঠাঁয় দাঁড়িয়ে দেখতে থাকে ইউক্যালিপটাস…
বেচারা গৃহহীন পাখিটি
ফ্যালফ্যাল চেয়ে থাকে
নিরুপায়…!!
গান
কেন এসেছিলে এতো কাছে যদি নাইবা চলবে সাথ
কেন ছুঁয়েছিলে এ মন যদি নাইবা ধরবে হাত।
ভালোবাসা এতো কাছে এসে ফিরে যদি যায়
ক্ষতবিক্ষত ক্লান্ত হৃদয় থমকে দাঁড়ায়।
আর এসো না এই পথে, এখানে তিমির রাত
কেন এলে এতো কাছে যদি নাইবা ধরলে হাত।।
জানি রঙের মেলায় মেতে উঠবে উৎসবে
অনাদি অনন্ত মাখামাখি ফুলের সৌরভে।
তাকিও না ফিরে, হয় হোক উল্কাপাত
কেন এলে এতো কাছে যদি নাইবা ধরলে হাত।।
মনীষা কর বাগচী