কলমযোদ্ধা-জেরিন সুলতানার এক অদ্ভুত অনুভূতির কবিতা “আমায় কি তোমার মনে পড়ে?”

211
কলমযোদ্ধা-জেরিন সুলতানার এক অদ্ভুত অনুভূতির কবিতা “আমায় কি তোমার মনে পড়ে?”

আমায় কি তোমার মনে পড়ে?
✍️ জেরিন সুলতানা

আমায় কি তোমার মনে পড়ে?
রাতের ঐ জোৎস্না মাখা চাঁদ
ছুঁয়ে যায় যখন তোমার চোখ ,মুখ, ঠোঁট, সারা শরীর,
তোমার হাতের মুঠোয় আমার হাতের স্পর্শ,
তোমার পাশে বসবার একটু আবদার ,
তখন আমায় কি তোমার মনে পড়ে?
গ্ৰামের ঐ মেঠোপথ ধরে দুরন্ত কিশোরীর ছুটে চলা ফড়িং এর পিছু পিছু,
অবাক চোখে তাকিয়ে দেখো ?
ভুল করে কি আমাকে দেখ কিশোরীর বেশে ?
ফড়িং এর ওড়ার দৃশ্য দেখে ,
আমায় কি তোমার মনে পড়ে?
আমি আকাশ, নদী , বৃষ্টি ভালোবাসি বলে
অনেক অভিমান ছিল তোমার,
দেখ আজ আমিও নেই , তোমার পাশে সব আছে
নদী ,আকাশ ফুল পাখি, সব ।
তুমি বলেছিলে , আমি ছাড়া কিছুই ভালোলাগে না তোমার।
আমি বলেছিলাম , আমি মানেই আকাশ, আমি মানেই নদী , আমি মানেই বৃষ্টি আমিই সবকিছু তোমার।
আজ দেখো নেই পাশে আমি !
এখনো কি আকাশ দেখে ,
আমার কথা তোমার মনে পড়ে ?
আজ আমার উঠোন জুড়ে লেপ্টে আছে নিরবতা,
তোমার দিন কেটে যায় কোন সে সাধনে?
কোন সে স্বপ্ন দেখো রোজ?
জানতে ইচ্ছে করে ,
খুব জানতে ইচ্ছে করে ।
এখনো কি ক্লান্ত পায়ে হেঁটে হেঁটে পথে বিশ্রাম করো কথার ফুলঝুরি নিয়ে
সেই কৃষ্ণচূড়ার তলে ,
কৃষ্ণচূড়ার লাল ঠোঁটের হাসি দেখে
আমায় কি তোমার মনে পড়ে?
যেদিন শ্রাবণ নামে দুর্নিবার মেঘে
ভেজে প্রকৃতি ভেজা চোখ অপেক্ষায় আমার,
ভেজা কদমের হাসি দেখে
আমায় কি তোমার মনে পড়ে?
এসেছে শরৎ , ফিরে এসেছে শিউলি কুড়ানোর দিন
কাশফুলেদের ঘুম ভেঙ্গেছে অনেক অপেক্ষার পরে
কোন একদিন কেটেছিলো বেলা নদী তীরে
কাশফুলেদের নীড়ে ,
প্রকৃতির এত আয়োজন এত রুপ দেখে
আমায় কি তোমার মনে পড়ে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here