ভারত থেকে বাংলা সাহিত্যের সারথি-বিশ্বজিৎ করের কবিতা “নজরুল স্মরণে ”

148
ভারত থেকে বাংলা সাহিত্যের সারথি-বিশ্বজিৎ করের কবিতা “নজরুল স্মরণে ”

নজরুল স্মরণে!
বিশ্বজিৎ কর।

এক বিনম্র শ্রদ্ধার্ঘ্য, কাজি নজরুল ইসলামের প্রতি…..
সৃষ্টি আক্রান্ত, সুখ বিপন্ন, উল্লাস গেছে হারিয়ে!
‘লিচু চোর’ নেই, আছে নোবেল-চোর!
‘ছাত্রদলের গান’ কেরিয়ার তৈরীর ফরমূলায় বেসুরোর অন্ধগলিতে হাঁসফাঁস করে!
‘শায়ক বেঁধা পাখি’ ‘অবেলার ডাক’ দিয়ে যায়, ‘দূরের বন্ধু’ ‘পথের দিশা’ খুঁজে চলে!
তবুও লড়াই থেমে নেই, ‘সর্বহারা’-র দল মিছিলে, তাই ‘কান্ডারী হুঁশিয়ার’!
ঐ শোনো, প্রতিধ্বনিত হচ্ছে -‘ চল্ চল্ চল্…’!
চির উন্নত শিরে ‘যত বন্ধন, যত নিয়মকানুন শৃঙ্খল’-কে দলে-পিষে এগিয়ে চলেছে বঞ্চিত লাঞ্ছিতের দল! দৃপ্ত কণ্ঠে ওরা বলছে -‘চল্ চল্ চল্……..!’


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here