“অদৃশ্য শেকড়ের বন্ধন ”কবিতাটি লিখেছেন কলম সৈনিক- আমেনা ফাহিম

412
“অদৃশ্য শেকড়ের বন্ধন ”কবিতাটি লিখেছেন কলম সৈনিক- আমেনা ফাহিম

অদৃশ্য শেকড়ের বন্ধন

আমেনা ফাহিম

এখনো হৃদয় ভাঙেনি
এখনো ঝরেনি হৃদয়, ঝরা পাতার মতো
ঝরা বকুলের ঘ্রাণ, এখনো অম্লান
দেয়ালের কার্নিশে ঝুলছে এখনো
ভালোবাসার শেষ স্মৃতিচিহ্ন।।

পশ্চিমের ঝুল বারান্দায়
এখনো তোমার উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায়
ক্ষণে ক্ষণে বদলে যায় আমার চারিপাশ
বাতাসে এখোনো তোমার আবেশিত গন্ধ
আমি শুনতে পাই অশান্ত হৃদয়ের আকুতি
পাঁজর জুড়ে তখন শুধুই দীর্ঘশ্বাস।।

ভাঙা আয়নায় এখনো আমার অতীত
অতীতের কাছে আমার অনেক ঋণ
সুখে থাকার ঋণ,
অকারনে দুঃখী হতে চাওয়ার ঋন।।
আমার বর্তমান চিলেকোঠার
জানালায় ঠায় দাড়িয়ে আছে
নিথর শরীরে দাড়িয়ে আছে,
প্রাণের স্পন্দন সেখানে বিবর্নহীন
প্রাণ আছে বলেই কি আমি মানুষ?

মধ্যরাতে মাঝে মাঝে এখনো
রজনীগন্ধার সৌরভে ঘুম ভেঙে যায়
পায়ে পায়ে ঘুরে ফিরে অদৃশ্য শেকড়ের বন্ধন।
কখনও কি বিবেকের কাঠগড়ায় দাড়িয়ে
নিজেকে প্রশ্ন করেছো?

ভুল তো মানুষেরই হয়, ভুল তো তোমারও ছিলো!
তবু তুমি কেনো আজ পাথর?
জীবনের সব ঐশ্বর্য স্নান হোক
বেদনার সব নীল আকাশ ছুঁয়ে যাক
পথে খুঁজে নিও নতুন পথের বাঁক
তুমি মানুষ থেকো।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here