পরমাত্মিক আলো
বোধিসত্ত্ব
তোমার নির্মেদ অভিমানগুলো আমি ঠিক বুঝতে পারি।
রাগ বলে কেন তাকে কাব্যহীন করে দেবো?
জানো?
গৃহস্থ ছায়া পেরিয়ে চন্দ্রবিন্দু ঝরণায় তোমাকে ভীষণভাবে ডাকনামে ছুঁয়ে দিতে পারি।
তুমি বলবে এ তো শুধু মনভোলানো আটপৌরে বৈরাগী কথা।
কিন্তু,
আলো তো সার্বজনীন, তার কোনো ছায়া নেই।
আত্মীয় বৃষ্টিরা যেমন আসমুদ্র যেতে পারে,
আমিও তোমার সাথে সুদূরে মিশে যেতে পারি।
ঘর তো শুধু যাপনমুখী এক ঠিকানা,
তোমার সাথে বেঁধে বেঁধে আমি দেবমাল্য হয়ে থাকি।
এ সম্পর্কের কোনো শিরোনাম হয় না,
শুধু পরমাত্মিক সুগন্ধে ভরপুর এক স্বস্তিকা সমুদ্র।
নিশঃর্ত সমর্পণে তুমি চন্দ্রমুখী হলে কী ভীষণ ভীষণ পরিপূর্ণ এক দেবদাসী প্রদীপ জ্বলে ওঠে।