।।বোধি লাভ শেষে।।
কাকলি ভট্টাচার্য্য মৈত্র
পাংশু মুখে আসে শ্যমলা শীত, শীতল প্রেমিকার মতো–
… রুক্ষ শুষ্ক, নত মস্তকে প্রতিবারই
বারবার মুখ ফিরিয়ে নিই, বারবার–
তখন শ্রাবণ সাধনায় মেতে ওঠে শীত, কঠিন তপস্যায়—
বোধি লাভ শেষে,
বাদলমেঘে নেমে আসে আশির্বাদ
আকাশ জুড়ে তখন উৎসবের আমেজ, মৃদঙ্গ বেজেই চলে
বেজেই চলে গুরুগুরু রবে
চুপচুপে ভিজে, আগুন হয়ে ওঠার আগেই ফিরে যাওয়ার আয়োজন
রাখে ফিরে আসার প্রতিশ্রুতি
গঙ্গাসাগরের পাড়ে অসীম জলরাশি ছুঁয়ে
মিঠে রোদে পিঠ পুড়িয়ে তখন বড়ো ভালোলাগে তাকে
ধীরে ধীরে ফিরে যায় শীত, বসন্তপঞ্চমীর হাত ধরে
একদিন
তখন প্রেয়সীর জন্যে একবুক হাহাকার
সাগর পাড়ে দাঁড়িয়ে তখনও একা….