”বন্দির সাথে সন্ধি”
কানিজ ফাতেমা খুশী
মেঘেদের দাপট নেই
আছে গুরু গুরু ডাক
ফাগুনের ঝরাপাতার দিন শেষ
আসছে চৈতালি নরম পাতার শরীর
ঢাক ঢোল নেই, করোনায় ছত্র ভঙ্গ
হালখাতায় জমবে না মেলা
লকডাউনে পুরো জাতি
বন্দির সাথে সন্ধি,
শঙ্কিত অবয়ব |
সুখ নয় দুঃখ নয়,
শুধু বেঁচে থাকার অভিপ্রায়
কাছে নয় দূরে থাকাই মঙ্গলময়
শাস্রে নয় বিধানে নয়
করেছে করোনার সূক্ষ্ম সংক্রমণ
নিয়মের ঘরে তালা ঝুলিয়ে
নিজেই ঘুরছে স্বেচ্ছাচারী
রাজা নয় প্রজা নয়
সকলেই ভুক্তভুগি |