অকৃত্রিম ভালোবাসা
রাস্কীন চক্রবর্ত্তী
বলবো না বার বার ভালোবাসা আমায় দিও,
তবে বলবো, আমায় তুমি দূরে ঠেলে না দিও।
বলবো না গো, কোন রিসোর্টে সূর্যোদয় দেখাতে নিয়ে যাবো।
তবে বলবো,জানালায় ওই ফাঁকে জবাকুসুম সূর্য তোমায় দেখাবো।
বলবো না উঁচু দালানে এসির বাতাস উপহার দিবো,
তবে বলবো গ্রামের ওই কুড়ো ঘরে দক্ষিনা বাতাস এনে দিবো।।
বলবো না বদ্ধ রেস্টুরেন্ট খেতে নিয়ে যাবো,
তবে বলবো খোলা মাঠে গান গাইতে গাইতে টং এর দোকানে খাবো।
বলবো না গো সাজার জন্য মেকাপ বক্স এনে দিবো,
তবে বলবো কপালে দেওয়ার টিপের পাতাটা এনে নিবো।
বলবো না চার চাকার ওই বিলাসবহুল গাড়ীতে তোমায় চড়াবো,
তবে বলবো হুড তুলা ওই রিক্সায় তোমার হাতটি আমি ধরবো।
বলবো না গো ফেইসবুক কিংবা হোয়াট্স এ্যাপে মেসেজ দিবো,
তবে বলবো আমার হাতে চিঠিখানা তোমায় লিখে পাঠাবো।।
বলবো না গো ভিডিও কল আমায় তুমি দিও,
তবে বলবো কলেজ যাওয়ার পথে, আমায় দেখা দিও।।
বলবো না গো নাইট ক্লাব বা ডিস্কোতে নিয়ে যাবো,
তবে বলবো শিল্পকলায় গান আর কবিতা তোমায় শুনাবো।
বলবো না গো, চিকেন বিরিয়ানি তোমায় এনে দিবো,
তবে বলবো, মায়ের হাতের আলুপোস্তোর, স্বাদটুকু দুজন নিবো।।
বলবো না গো, সিঙ্গাপুর বা লন্ডনে নিয়ে যাবো,
তবে বলবো, রাঙ্গামাটির পাহাড়,আর কক্সবাজার সাগরে,তোমায় আমি নিবো।
পরিশেষে বলবো তোমায়, একা নাহি কোথা যেও,
যেথায় যাও, তুমি আমায় সঙ্গী করে নিও।।