নীরব স্বপ্নের চিঠি
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম
চির চেনা কথাগুলো শুধু অচেনা হয়ে
অনেক ব্যথা নিয়ে ফিরে আসে হৃদয়ে,
বৃষ্টি ঝরা রাতে স্বপ্নগুলো ভিজে গিয়ে
দুঃখের আলোয় হারিয়ে যায় নীরবে।
মনে শুধু না পাওয়ায় একরাশ হতাশা
যা বেদনা হয়ে অবিরাম কাঁদিয়ে যায়,
একমুঠো সুখের জন্য বাড়িয়েছি হাত
রাত জেগেছি নতুন ভোরের আশায়।
মনের অধরা স্বপ্নগুলো রুপকথা হয়ে
হৃদয়ে বয়ে আনে শুধু বেদনার ছায়া,
এলোমেলো ভাবনাগুলো ভেসে গিয়ে
থাকে সুখহীন ভালোবাসার আড়ালে।
নীরব স্বপ্নের চিঠি নীলাকাশে পাঠিয়ে
হৃদয়ের গভীরে আসে হতাশার ছায়া,
ছায়াগুলো উদাস ঢেউয়ের বাতায়নে
অগোছালো হয়ে বাতাসে ভেসে যায়।