“তুমি এসো” তুমি এসো আমার গহীনে সেলিম রেজার উষ্ণ ভালোবাসার ফুল ফুটে

740
“তুমি এসো” তুমি এসো আমার গহীনে সেলিম রেজার উষ্ণ ভালোবাসার ফুল ফুটে

তুমি এসো

                  সেলিম রেজা।

বুকের উঠোনে গোলাপ কানন শোভিত সবুজাভ নিকুঞ্জবনে
প্রহরী প্রহর কাটেনা একলা রজনী
অভিমানের পাঠ চুকিয়ে
ফিরে এসো উর্বশী।

তোমার আমার মাঝে সীমান্তরেখায়
কাঁটা তারের বেড়া যদি উপড়ে ফেলে
দুরত্ব গুছিয়ে দুঃখের করো যবনিকাপাত
তবে ফিরে এসো
তুমি এসো, ফুল মালিনী
তুমি এসো।

আঁধার প্রমত্ত রাত্রির কার্নিশে চোখের
নিদ্রা তুলে রাখি, তোমার অপেক্ষায়
তুমি হারা শুন্যডেরায় আসেনা আলোর প্রপাত
তুমি এসো, ওগো মায়াবিনী
তুমি এসো।

প্রণয় আলোর দিশায় মনের বিম্বে
সেই মুখ ভাসে কল্পনায় এসে
ভালবাসার রাগ অনুরাগে অনিমেষে
মায়া বন্দিদশায় কারাবাসে
তুমি এসো, ওগো অভিমানী
তুমি এসো।
ঝিঁ ঝিঁ পোকার ডাক ঝোড়ো হাওয়া
সাথে নিয়ে তোর চেনা গন্ধে
বেঁচে আছি
জীবিত লাশ হয়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here