“অনুভূতির গহীনে”
রীতা ধর
এখনও ভোরের আকাশে খুঁজি মুক্তির দিশা
কাক ডাকা ভোরে কুমারী শষ্পের বুকে
চোখ বুঁজে এই সকাল জাগা।
ফুল পাখিদের গান শুনে শুনে
রোদের ঝিলিকে তোমার অস্তিত্ব অনুভব।
কবিতা,
এই আকাশ, গেরুয়া নদী, বক পালকের মেঘ, পাহাড়ের ভাঁজে বেয়ে উঠা
স্বর্ণলতার সাথে ভুলে থাকা অন্তহীন বেদনায়
প্রখর তেজ জ্যোতিময় স্বপ্ন নিয়ে
সকালের এই নিমগ্নতা, অনুভূতির
অন্তর্ধামে আজও শুধু তোমাকেই লিখি,
মাটির গহীনে খোদাই করি তোমার নাম।
আমি যখন সকাল জাগি, দুপুরের একাকিত্বে তুমি অনুপম কাঙ্ক্ষিত,
ক্লান্তির ছাপ রেখে বিকেলের চরম মাধুর্যতায় সন্ধ্যার অবকাশ।
মন্ত্রমুগ্ধ জয়গানে রিক্তা নক্ষত্ররা
আপন বিভাসে আলোকিত
নিশীথের সুন্দর সুষমায়।
তখন তুমি এক অন্য রকম ‘কবিতা’ হয়ে ওঠো
মানুষের হৃদয়ে হৃদয়ে তখন তোমার আবাদ,
এই নির্মল সকাল আর তুমি একে অপরের বন্ধনহীন আকাশ হবে বলে
একেকটি সকাল যেভাবে নিয়ে আসে
নতুন দিন,
কবিতা তুমিও নিয়ে এসো
আমাদের মুক্তির দিশা।