“কলুষিত মানবতা”
হামিদা পারভিন শম্পা
কোথায় মানবতা কোথায় বিবেক
নিশ্চুপ কেন বিশ্ব?
বিবেকের কাঠগড়ায় কড়া নেড়ে
মানবতা আজ নিঃস্ব।
স্বার্থের কারনে রক্তের বন্যায়
খেলছো রক্তের হলি,
নিষ্ঠুরতার মশাল উড়াতে দিচ্ছো
শিশু – বৃদ্ধের বলি।
রোহিঙ্গাদের আত্মচিৎকারে আজও
মায়ানমার আকাশ ভারি,
সুচির বিচার করোনি এখনও
ফিলিস্তিনির শুরু আহাজারি।
বিশ্ব বিবেক অন্ধ- বধির
মানবতা তাই কলুষিত,
ঘৃণার দৃষ্টি সমগ্র বিশ্ববাসীর
তোমাদের আচরণে লজ্জিত।
শাসক হলে শোষিতের পাশে
বিবেকবানের ন্যায় দাড়াও,
নিষ্ঠুরতার কালো হাত গুড়িয়ে
ফিলিস্তিনি হতে তাড়াও।।