“বিড়াল পোষা” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলমযোদ্ধা সাহানুকা হাসান শিখা

401
“বিড়াল পোষা” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলমযোদ্ধা সাহানুকা হাসান শিখা

বিড়াল পোষা

              সাহানুকা হাসান শিখা

সব রকমের পছন্দের খাবারে
টেবিল সাজানো
রুই মাছের মাথা খাসির ভুনা,
চর্চরি,ডাল মাখানো।
খুব মজা করে খাচ্ছেন সেটি,
আমার পোষা পুরুষটি।
ঘরের কোনে কাজল চোখে তাঁকিয়ে
আমার পোষা বিড়ালটি।
ক্ষুধার্ত পেটে ডাকছে মিউ মিউ করে
সব কাঁটা ঠেলে দিলাম তারে।
পেট ভরে খেয়ে মুখটা মুছে পা তোলে,
শুকরিয়া জানায় বারেবারে।
খাবার খেয়ে পোষা পুরুষ ঢেঁকুর তোলে
অন্য নারীর ভাগাড়ে।
পোষা বিড়াল পায়ের কাছে শুয়ে
একাকীত্বে সঙ্গ দেয় অকাতরে।
হায় রে আমার পোষা পুরুষ,
তোমার নকল প্রেমে আমি বেঁহুশ,
চোখের আড়াল হলেই তোমার,
উঠে পরকীয়ার জোস।
ঘরে এসে সাধু সাজে নাও খেদমত,
চুন থেকে পান খসলে করো ফুসফুস।
তোমায় পোষে নেই কোনই লাভ’
সবই বৃথা উপহাস।
বিড়াল পোষে ধন্য হবো আমি
ঘোর ঘোর করবে আশপাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here