প্রেম
গোলাম কবির
তুমি কখনো সকালের নরম রোদের মতো,
কখনো বা দুপুরের প্রচন্ড অসহনীয় রোদ যেন।
কখনো তুমি খরায় পুড়ে যাওয়া শস্য ক্ষেত্র,
কখনো তূমুল বৃষ্টির ঝমঝম শব্দের মতো ছন্দময়,
কখনো আবার চৈত্রের মাটি ফেটে চৌচির কৃষকের অসহায় দৃষ্টি,
কখনো মেঘের গুড় গুড় শব্দের মতো
ভয় ধরানো গ্রাম্য বালিকার চকিত চাহনি,
কখনো আবার আমার কবিতার খাতায়
ইচ্ছে ঘুড়ির ডানা মেলা উড়াল পঙ্খী।
কখনো তুমি শরতের ঘন কাশবন,
কখনো আবার হেমন্তের ন্যাড়া গাছপালার
মতো রুক্ষ, কখনো আবার আগুন রঙা
কৃষ্ণচূড়া ফাগুন দিনের,
তোমাকে বুঝে উঠি সাধ্য কি আমার?