“শাওনের মেঘ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা আবু মুয়াজ

1273
Doinik-Alap-Poem-Kobi-কবি-আবু-মুয়াজ-Kobita-কবিতা-X
কবি আবু মুয়াজ

শাওনের মেঘ

আবু মুয়াজ

 

আমি আর জ্বালা হয়ে ,
জ্বালাব না তোমায় ।
শাওনের মেঘ হয়ে,
আকাশের ঐ কোণে,
চুপি চুপি আন মনে ,
কাঁদাব না তোমায় ।
আমি আর জ্বালা হয়ে,
জ্বালাব না তোমায়।।

আমি যদি পাখি হয়ে,
যায় যদি উড়ে উড়ে,
গহীন বনে ঐ দুরে,
আসব না ফিরে কভু,
তোমার খাচায়।
আমি আর জ্বালা হয়ে,
জ্বালাব না তোমায়।।

ফুল দানির জলে,
ফুল ভেবে নিলে তুলে,
সব কিছু ভুলে,
ব্যাথা যদি পাও
তুমি কাটার খোচয়।
আমি আর জ্বালা হয়ে,
জ্বালাব না তোমায়।।

মিলানো বাসর ঘরে,
কভু যদি মনে পড়ে,
ভুলে যেও তুমি মোরে,
রেখ না মোম নাম –
স্মৃতির খাতায়।
আমি আর জ্বালা হয়ে,
জ্বালাব না তোমায়।।

আমার স্মৃতির মালা,
তোমার পথ চলা,
যদি রুখে দেয়-
তবে দু হাতে ছিড়ে ফেল ,
স্মৃতির এলবাম।
আর মিলিয়ে দিও স্মৃতির ছবি,
বিরহী চোখের পাতায়।
আমি আর জ্বালা হয়ে,
জ্বালাব না তোমায়।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here