বালক
গোলাম কবির
বালক, তুমি কেনো বিটুমিন রঙের মেঘের দিকে তাকিয়ে থাকো অমন উদাস হয়ে
এই সাত সকালেই ?
কার কথা মনে করে
তোমার মনের উঠোনে বসে থাকে
বেগানা শালিক পাখিটা নিঝুম একলা সন্ধ্যায়?
কোন সে পাতার বাঁশির সুরে তোমার হৃদয়
এতো চিরে গেছে কলাপাতার মতো?
কোন সে প্রাচীন গুহায় লুকিয়ে রাখো নিজের যতো অভিমান আর আহত হৃদয়ের ক্ষোভ? কেনো এভাবে নিজেকে কষ্ট দাও
এই মধ্য দুপুরের রোদে ভিজে পুকুর পাড়ে
ঢিল ছোঁড়ার ভান করে?
কোন সে চিকন সবুজ সাপের ছোবলে
অমন নীল হয়ে আছে তোমার সব?
কোন সে অন্ধ রাতের নদীতে ঢেউয়ে ভেসে ভেসে পাড় ভাঙছো ভীষণ নিজেরই?
বুক পকেটে লুকিয়ে ভালবাসার আগুন
অসময়ে কেনো অমন হারিয়ে যেতে চাও একাদশীর চাঁদের মতো?