তারুণ্যের কবি বেবী আফরোজ এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা“তবু স্বপ্ন সীমাহীন ”

473
তারুণ্যের কবি বেবী আফরোজ

তবু স্বপ্ন সীমাহীন

                 ,,,,,,,,,,, বেবী আফরোজ

খুঁজেছি অরন্যে
সবুজের মাঝে হারিয়ে,পাখিদের ভীরে
লোকালয়ে চেনা অচেনার
আবছায়ে, তোমায়–
সুর তাল লয় সব কিছু ভুলে।
জীবনের দৃষ্টিপটে
বৃষ্টিভেজা মেঠোপথে, রাজপথে
দেখা হয়েছে অনেকবার
কথা হয়েছে বহু সময়, বহু দিন।
এমনও কি হয়, মনের দেখাকে
চোখ ফাঁকি দিতে থাকে, অনবরত!
দৈবাৎ বুঝে উঠলেও
বিবেক প্রকট হয়ে যায়
সম্পর্কের টানাপোড়নে।
কখনওবা আকাশ রংধনুর রঙিন সুরে সংশয়,
কৃষ্ণচুড়ার লাল আগুনে
নৈতিকতার মিল অমিলের গড়মিল
যদিওবা প্রভাবিত হতে থাকে,
তবু স্বপ্ন সীমাহীন।।
জেগে দেখার স্বপ্ন তোমায়
বয়ে চলেছি শীতল বাতাসের
উষ্ণ বিকেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here