হঠাৎ সূচনা
——————নাসরিন জাহান মাধুরী
আজ সূচনা এলো অনেক দিন পর
ঠিক এলো বলা যায় না–
মোবাইলে কল এলো
বেশ চেনা কন্ঠ কিন্তু ঠিক মনে আসছে না
কে তুমি?
সুচনা অনর্গল কথা বলে যাচ্ছে
কেমন আছি? কি করছি?
হঠাৎ মনে পড়লা রীবার, ওহ সূচনা তুই!
কতদিন পর!
মনে পড়ে গেলো কলেজের দিন গুলো
তোরা তিনজন, তুই, রাতুল আর রেখা আর আমি–
ইংলিশ টিচারের কাছে পড়তে পড়তে
রাতুল কেমন যেনো তাকিয়ে থাকত তোর দিকে
তুই অস্বস্তিতে জড়সড়–
পড়া শেষে একদিন রাতুল তোর হাতে চিঠি গুঁজে দিয়ে
ভোঁ দৌড়।
তোর কাঁপুনি দেখে কে?
রাতুল তোকে প্রেম পত্র দিলো!আমি আর রেখা অবাক!
আর তুই কি করলি!
বাসায় ঢোকার আগে চিঠিটা ফেলে দিলি ড্রেনে!
আচ্ছারে সূচনা!
চিঠিটা ফেলতে কি তোর হাত কাঁপেনি
কষ্ট হয়নি একটুও রাতুলের জন্য!
রেখা তো কেঁদে কেটে অস্থির!
তোকে চিঠি দিলো রাতুল!
রীবা ভাবে —
আর আমি শুধু বোকার মতো চেয়েছিলাম
বড় বোকা ছিলাম তখন!
এখনো তাই!
এখন কি তোর মনে পড়ে রাতুলকে!
একটুও কি কষ্ট পাস তাকে ভেবে!