কালবেলা
ছন্দা দাশ
বিকেলের ভাঙ্গা রোদ রাঙা চেলি গায়ে।
কাঁঠালের পাতায় দেখি ভেজা চোখ তার
দূরে জিলিপি পাহাড় একা চেয়ে থাকে
বিক্ষত হৃদয়ে।
এখন পদাঘাতে আর হয়না সরব
বাদাম ভাঙা আলাপের সাথে মৌন
পাহাড়।
নিরবতা হারিয়েছে কৌলিন্য কবে
মহামারী হাসছে সাদা থান হাতে।
কতদিন দেখিনা চেনা পথ, শতায়ু
অংগন,পুচ্চনের ছুটে আসা।
কতদিন অকারণে হাসতে গিয়েছি ভুলে।
চেনা গলি তেপায়া দোকান ,ঝাঁপিতে
লতানো লকলকে সবুজ লতা।
চেনা লিকারের গন্ধে জমে না আর
সন্ধ্যেবেলা।
বৃক্ষের মতো দাঁড়ানো মানুষ ভুলে
গেছে খোলা আকাশের পথ
ভাবনার ডালপালায়ও লেগেছে তখন
মরক।
অপেক্ষার প্রহর এখন পুড়ছে
তবুও স্বপ্নের তরী বেয়ে যাই
তবুও স্বপনের তরী যাই বেয়ে